তীর্থ

বাগেরহাট শহরের কেন্দ্র হতে মাত্র ৩ কিলোমিটার দূরে, বয়ে চলা ভৈরব নদীর একদম কোল ঘেঁষে প্রায় ৪ বিঘা জায়গা জুড়ে গড়ে উঠেছে আধুনিক আবাসিক সুবিধা সম্পন্ন রিসোর্ট “তীর্থ”। নৈসর্গিক পরিবেশের এই আবাসনটি আপনাকে ব্যস্ততামুখর জীবনে এনে দিবে এক অনাবিল শান্তিময় বিশ্রাম ও নির্জনতা উপভোগের সুযোগ।

আপনার যেকোন অফিশিয়াল ভ্রমণের জন্য অথবা বন্ধু ও পরিবারের সদস্যরা শুধুমাত্র বেড়ানোর বা অবকাশ যাপনের জন্য তীর্থের অতিথি হতে পারেন।

আমাদের অন্যান্য সুবিধা

এখানে মোট ৩টি ভবন রয়েছে। যেখানে একটি ভবন শুধুমাত্র অতিথিদের ড্রাইভারদের থাকা ও ডাইনিংয়ের ব্যবস্থার জন্য বরাদ্দ। অপর ভবন দু'টির প্রত্যেকটিতে ৩টি করে মোট ৬টি রুম রয়েছে। প্রতিটি ভবনে রয়েছে আলাদা কিচেন এবং ডাইনিং। তাই গ্রুপ ভ্রমণের ক্ষেত্রে চাইলে সম্পূর্ণ ভবনটি ভাড়া নিতে পারবেন।

আমরা নিশ্চিত, অপূর্ব নৈসর্গিক পরিবেশে অবস্থিত চমৎকার এই রিসোর্ট ভ্রমণ আপনাকে অনন্য ও অসাধারণ কিছু সময় ও স্মৃতি উপহার দিবে। আপনার ভ্রমণের প্রতীক্ষায় আমরা..........

Write a review